ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালিকে রুখে দিল পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ইতালিকে রুখে দিল পোল্যান্ড বল নিয়ে ছুটছে লেভা

আগের ম্যাচে মালদোভাকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি নিয়ে মাঠে নেমেছিল ইতালি। তবে পোল্যান্ডের মাঠে গিয়ে হোঁচট খেতে হলো চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

 

নেশনস লিগের লিগ এ’র এক নাম্বার গ্রুপের ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও পোলিশদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আজ্জুরিরা। ড্র করলেও অবশ্য গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে আছে ইতালি। ৩ ম্যাচে রবার্তো মানচিরি শিষ্যদের পয়েন্ট ৫।  

সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে গোলশূন্য ড্র করা নেদারল্যান্ডস। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।