ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক পেলেন হালান্দ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
প্রথম আন্তর্জাতিক হ্যাটট্রিক পেলেন হালান্দ আর্লিং ব্রট হালান্দ

হ্যাটট্রিক শব্দটি খুব পরিচিত আর্লিং ব্রট হালান্দের। ক্লাব ক্যারিয়ারে হরহামেশা এই কাজ করে ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ওঠে এসেছেন আলোচনায়।

 

বয়সভিত্তিক ও ক্লাব ক্যারিয়ারে হ্যাটট্রিক করলেও এতদিন একটা জায়গায় তা থেকে বঞ্চিত ছিলেন হালান্দ। এবার তাও পূরণ করলেন বরুসিয়া ডর্টমুন্ড তারকা। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো পেলেন তিন গোলের দেখা। ।  

হালান্দের দুর্দান্ত হ্যাটট্রিকে নেশনস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচে রোমানিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ডর্টমুন্ড স্ট্রাইকার গোল তিনটি করেছেন ১৩, ৬৪ ও ৭৪তম মিনিটে।  

জাতীয় দলের হয়ে এ নিয়ে ৬ ম্যাচে ৬ গোল করলেন হালান্দ।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।