ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সিংহাসনে বসলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২০
সিংহাসনে বসলো চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কাসেমিরোর সঙ্গে গোল উদযাপন করছেন ভিনিসিয়াস

ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে গত ম্যাচে ভায়োদোলিদের বিপক্ষে তিন পয়েন্ট আদায় করেছিল রিয়াল মাদ্রিদ। এবার লেভান্তের বিপক্ষেও গোল পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 

ভিনিসিয়াস ও শেষ মুহূর্তে করিম বেনজেমার গোলে লেভান্তের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে জিনেদিন জিদানের দল।  

ম্যাচের ১৬মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস। চলতি মৌসুমের লা লিগায় এটি তার দ্বিতীয় গোল।

গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লেভান্তে। তবে তারা লস ব্লাঙ্কোসদের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল হজম করে বসে লেভান্তে।  

বদলি হিসেবে নামা রদ্রিগোর পাস থেকে যোগ করা পঞ্চম মিনিটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন বেনজজেমা।  

এই জয়ে লা লিগার গত আসরের চ্যাম্পিয়নরা এবারও শীর্ষস্থান দখল করেছে। ৪ ম্যাচে তাদের পয়েন্ট ১০। ব্লাঙ্কোসদের চেয়ে এক ম্যাচে বেশি খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল বেতিস।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।