ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফে নির্বাচন: শুভেচ্ছাবার্তা পাঠালেন ফিফা প্রেসিডেন্ট 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
বাফুফে নির্বাচন: শুভেচ্ছাবার্তা পাঠালেন ফিফা প্রেসিডেন্ট  ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো (মাঝে)/ফাইল ছবি

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (৩ অক্টোবর) দুপর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই নির্বাচন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

শনিবার এক ভিডিও বার্তা পাঠান ফিফা সভাপতি। সেখানে তিনি বাফুফেকে এই নির্বাচনের জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানিয়েছেন।  

বাফুফে নির্বাচন উপলক্ষে ফিফা প্রেসিডেন্টের বার্তাটি তুলে ধরা হলো:

‘প্রিয় কাজী (সালাউদ্দিন), প্রিয় মাহফুজা (আক্তার কিরণ), প্রিয় কাউন্সিল সদস্য, প্রিয় বন্ধু, ভদ্রমহিলা এবং মহোদয়গণ, প্রথমে আমি বলতে চাই যে, আমি আজ আপনাদের নির্বাচনী কংগ্রেসকে (সাধারণ সভা) সম্বোধন করতে পেরে কতটা আনন্দিত। এটি একটি গুরুত্বপূর্ণ কংগ্রেস এবং নির্বাচনী কংগ্রেস। আমি সকল প্রার্থীকে শুভকামনা জানাতে চাই। এই কংগ্রেস ফুটবলের হয়ে বাংলাদেশের পক্ষে কাজ করছে। ’

‘দূর্ভাগ্যক্রমে আমি শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে পারিনি। তবে বিশ্বাস করুন, আমি হৃদয় থেকে আপনাদের সঙ্গেই আছি। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে আমাদের সবার ভ্রমণে নানান নিষেধাজ্ঞা রয়েছে। আমাদের মাঝে দূরত্ব থাকলেও, এ অবস্থায় আমরা সবাই একসঙ্গেই আছি। এই পরিস্থিতিতে ফুটবল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা এর মূল লক্ষ্যই হলো সবাইকে একত্রিত করা। ’

‘ফুটবলের প্রশাসন হিসেবে সভাপতি, বোর্ড সদস্য এবং বাংলাদেশের ফুটবল অনুরাগী হিসেবে আপনারা সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনারা বাংলাদেশ ফুটবলের জন্য যে কাজ করছেন এবং সর্বোপরি বিশ্বের ফুটবলের জন্য তা প্রশংসনীয়। ’

‘এক বছর আগেও আমি প্রতিনিয়ত ঢাকায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি। আমি আবারও ঢাকায় যেতে আগ্রহী। যখন সবকিছু স্বাভাবিক হবে, তখন আপনাদের কংগ্রেস উপলক্ষে অবশ্যই আমি ঢাকায় যাবো, যাতে করে আপনাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারি। আমি জানি যে, বাংলাদেশের ফুটবল নিরাপদ ও দক্ষ তত্ত্বাবধানে রয়েছে। ’

‘আমি আবারও একটি সফল নির্বাচন কামনা করছি এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের কঠোর পরিশ্রমের জন্য। ফিফা আপনাদের পাশে আছে, ফিফা সভাপতি হিসেবে আমিও আপনাদের পাশে আছি। করোনা মহামারির এই দুর্যোগপূর্ণ সময়ে সাহায্য ও সহযোগিতার দ্বারা আমরা সকলেই একটি দল হয়ে এই পরিস্থিতিকে জয় করব। আমি আবারও একটি সফল নির্বাচনের জন্য আপনাদের শুভকামনা জানাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।