ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

অলিম্পিক নিশ্চিত আর্জেন্টিনার, অপেক্ষায় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২০
অলিম্পিক নিশ্চিত আর্জেন্টিনার, অপেক্ষায় ব্রাজিল ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা। অপরদিকে এখনও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের অপেক্ষায় আছে ব্রাজিল।

অলিম্পিক বাছাইপর্বে আর্জেন্টিনা ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়েছে। দুবারের স্বর্ণপদকজয়ীরা এর আগে উরুগুয়েকেও হারিয়েছিল দলটি।

এদিকে ব্রাজিলের অলিম্পিক ভাগ্য ঝুলছে। কারণ উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

বাছাইপর্বের শেষ রাউন্ড শেষে আর্জেন্টিনার অর্জন ৬ পয়েন্ট। অন্যদিকে ব্রাজিলের ২, উরুগুয়ে ও কলম্বিয়ার ১ অর্জন পয়েন্ট করে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।