ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে হেরে রিয়ালের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
ঘরের মাঠে হেরে রিয়ালের বিদায়

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শেষ দিকে রোমাঞ্চ ছড়ালেও হার দিয়েই আসরটি থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-৩ গোলের ব্যবধানে হারে জিনেদিন জিদানের শিষ্যরা। ফলে স্প্যানিশ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই আসরের সেমিফাইনালে উঠে গেল সোসিয়েদাদ।

বৃহস্পতিবার ঘরের মাঠে শেষ আটের ম্যাচে সোসিয়েদাদকে আতিথেয়তা জানায় রিয়াল মাদ্রিদ। তবে পুরো ম্যাচে বল পজিশনে বেশ এগিয়ে থাকলেও হারই সম্বল হয় গ্যালাকটিকোদের।

ম্যাচের ২২ মিনিটে সোসিয়েদাদকে প্রথম এগিয়ে দেন রিয়াল থেকেই ধারে খেলা মার্টিন ওদেগার্ড। নরওয়ের এই বিস্ময় বালক গোল করে বুঝিয়ে দিলেন তিনি হারিয়ে যেতে আসেননি। পরে ১-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠে সোসিয়েদাদ। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে আলেক্সান্ডার ইসাক রিয়ালকে বিধ্বস্ত করার মিশনে নামেন। তিনি যথাক্রমে ৫৪ ও ৫৬ মিনিটে গোল দুটি করেন। তবে ৫৯ মিনিটে মার্সেলো গোল করে স্বাগতিকদের ব্যবধান কমান।

৬৯ মিনিটে ফের ব্যবধান বাড়ায় সোসিয়েদাদ। এবার গোলটি করেন মাইকেল মেরিনো।

শেষ দিকে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ফলে ৮১ মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধান ৪-২ হয়। আর যোগ করা সময়ে নাচো গোল করলে ম্যাচে রোমাঞ্চ ছড়াতে শুরু করে। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আবার সফরকারীদের আন্দোনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। কিন্তু হার এড়িয়ে মাঠ ছাড়তে পারেনি সর্বশেষ এই প্রতিযোগিতায় ২০১৩-১৪ মৌসুমে নিজেদের ১৯তম ট্রফি ঘরে তোলা রিয়াল।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।