ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

বার্সায় গৃহযুদ্ধ: কথার লড়াইয়ে মেসি-আবিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বার্সায় গৃহযুদ্ধ: কথার লড়াইয়ে মেসি-আবিদাল আর্নেস্তো ভালভার্দেকে নিয়ে কথার লড়াইয়ে মেসি-আবিদাল

খেলোয়াড়ি জীবনে এক সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। তবে বর্তমানে একজন দলের সবচেয়ে অভিজ্ঞ ও দলনেতা লিওনেল মেসি, অন্যজন বার্সেলোনার ক্রীড়া পরিচালক এরিক আবিদাল। তাদের সম্পর্কটা অবশ্য এখন আর আগের মতো নেই। একজন খেলোয়াড়দের দোষ দিচ্ছেন, তো আরেকজন সমালোচনা করছেন। এরই ফলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বার্সায় গৃহযুদ্ধের গন্ধ পাচ্ছে।

বার্সার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে আর্নেস্তো ভালভার্দেকে কিছুদিন আগে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে এর পেছনে খেলোয়াড়দেরই দায় দেখেন আবিদাল।

সাবেক ফরাসি কিংবদন্তি মতে ভালভার্দেকে সরিয়ে দেওয়ার পেছনে ফুটবলাররাই ভূমিকা রেখেছে, এমনকি তাদের আচরণ ও অখেলোয়াড়সুলভ ভাবভঙ্গিতে সন্তুষ্ট নন আবিদাল।

স্পোর্তকে দেওয়া এক সাক্ষাতকারে আবিদাল বলেন, ‘অনেক খেলোয়াড়ই খুশি না এবং তারা কঠোর পরিশ্রমও করে না। কোচ ও ড্রেসিং রুমের পরিবেশ সবসময়ই ভালো ছিল। তবে এখানে এমন কিছু হয়েছে যা আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে বুঝতে পারি। ’

অাবিদালের অভিযোগে অবশ্য বসে নেই মেসি। আর্জেন্টাইন তারকা জানিয়ে দেন, দলের খারাপ অবস্থার জন্য শুধু খেলোয়াড় নয়, বোর্ডের কর্তারাও দায়ী।

আবিদালের কথার সমালোচনা করে মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, আমার সত্যি বলতে এসব ভালো লাগে না। তবে আমি মনে করি সবাই তার কাজের প্রতি দায়িত্ববান ও সিদ্ধান্তে যত্নশীল হওয়া দরকার। মাঠে কি হচ্ছে সে ব্যাপারে ফুটবলাররা দায়বদ্ধ এবং মাঠে খারাপ খেললে আমরাই প্রথম স্বীকার করে নেই।

তিনি আরও লিখেন, একইভাবে ম্যানেজমেন্টকেও তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হতে হবে। সবশেষে বলবো, যখন খেলোয়াড়দের নিয়ে বলা হয়, তখন তার নাম বলতে হবে। অন্যথায় সবাইকে দোষ দেওয়া হবে এবং গুজব ছড়াবে যা সত্য না।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।