ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
রোনালদোর জোড়া গোলে জয়ে ফিরল জুভেন্টাস ছবি:সংগৃহীত

আগের ম্যাচে নাপোলির কাছে হেরে সমালোচনার শিকার হয়েছিল জুভেন্টাস। তবে এক ম্যাচ পরেই জোড়া গোলে দলকে জয়ে ফেরালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিওরেন্তিনাকে ৩-০ গোলে হারায় মাউরিসিও সারির শিষ্যরা। দলের হয়ে অন্য গোলটি করেন ম্যাথিয়াস ডি লিট।

রোববার (০২ ফেব্রুয়ারি) ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে তলানির দল ফিওরেন্তিনাকে আতিথেয়তা জানায় জুভেন্টাস। আর শুরু থেকে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তুরিনের বুড়িরা।

কিন্তু গোলের দেখা পেতে স্বাগতিকদের ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এ সময় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। জুভ ফুটবলার মিরালেম পিয়ানিচের শট ডি-বক্সের মধ্যে ফিওরেন্তিনার হেরমান পেসসেইয়ার হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে জুভেন্টাস। পরে ভিএআর দেখে সম্মতি প্রকাশ করেন রেফারি। এনিয়ে লিগে টানা ৯ ম্যাচে গোলের দেখা পেলেন পর্তুগিজ তারকা।

৮০তম মিনিটে নিজের জোড়া গোলের পাশাপাশি দলের ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। তবে এবারও পেনাল্টি থেকে গোলের দেখা পান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। দলটির রদ্রিগো বেন্তানকুর ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন। আর সেখান থেকে ভিএআর দেখে এবারও পেনাল্টি দেন রেফারি। জোড়া গোল করে চলমান লিগে নিজের ১৯তম গোল উদযাপন করেন রোনালদো।

ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সমেয় ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন ডি লিট। দিবালার কর্নার থেকে হেডের মাধ্যমে গোলটি করেন এই ডাচ তারকা।  

ইতালিয়ান সিরিআ লিগে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ইন্টার মিলান এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।