ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউর বিপক্ষে হেরেও ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ম্যানইউর বিপক্ষে হেরেও ফাইনালে ম্যানসিটি ছবি:সংগৃহীত

ইংলিশ লিগ কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। তবে এ হারেও পেপ গার্দিওলা শিষ্যদের ফাইনালে যাওয়া আটকাতে পারেনি। কেননা দুই লেগের অ্যাগ্রিগেটে ৩-২ ব্যবধানে শিরোপা নির্ধারণী মঞ্চে পা রাখে সিটিজেনরা। এর আগে প্রথম লেগে ম্যানইউর মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩-১ গোলে প্রথম লেগে জয় পেয়েছিল ম্যানসিটি।

বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ওলে গুনার সুলশারের দলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন নেমানিয়া মাতিচ। ৩৫তম মিনিটে ফ্রি-কিক থেকে ডি-বক্সে উড়ে আসা বলে বাঁ পায়ের জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন মাতিচ।

তবে এই সার্বিয়ার মিডফিল্ডারই ৭৬তম মিনিটে সিটির ইলকাই গুন্দোগানকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় রেড ডেভিলসরা।

তবে প্রতিপক্ষের ১০ জনের সুবিধে নিতে পারেনি সিটি। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে সক্ষম হয়নি স্বাগতিকরা। কিন্তু ফাইনাল নিশ্চিত করেই মাঠ ছাড়ে তারা। অন্য সেমিফাইনালে লেস্টার সিটিকে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। আগামী ১ মার্চ ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে অ্যাস্টনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।