ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানচেস্টারে ফিরেই সবাইকে ভুল প্রমাণ করবেন সানচেজ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ম্যানচেস্টারে ফিরেই সবাইকে ভুল প্রমাণ করবেন সানচেজ! অ্যালেক্সিস সানচেজ

দুই বছর আগে আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন অ্যালেক্সিস সানচেজ। অনেক ইচ্ছে নিয়ে ওল্ড ট্রাফোর্ডে এলেও এমিরেটসে থাকাকালীন পারফর্ম্যান্সটা নিয়ে আসতে পারেননি চিলিয়ান ফরোয়ার্ড। 

ম্যানচেস্টারে প্রতি সপ্তাহে সর্বোচ্চ পারিশ্রমিক ৪ লাখ পাউন্ড পেলেও মাঠে ফর্মহীনতার কারণে একের পর এক ম্যাচ বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। যার কারণে এবার চলতি মৌসুমের শুরুতে ৩১ বছর বয়সী তারকাকে এক মৌসুমের জন্য ধারে ইন্টার মিলানে পাঠায় রেড ডেভিলরা।

কিন্তু সান সিরোতে গিয়েও নিষ্প্রভ সানচেজ। সিরি আ’ লিগে চার ম্যাচ খেলে গোল করেছেন মাত্র একটি।  

এই মৌসুম শেষে ফের ম্যানচেস্টারে ফিরবেন সানচেজ। আর সেই সঙ্গে রেড ডেভিলদের জন্য বয়ে আনবেন সফলতা। এমনটাই বিশ্বাস করেন ওল্ড ট্রাফোর্ডের কোচ ওলে গানার সুলশার।  

নরওয়েজিয়ান কোচ বলেন, ‘অ্যালেক্সিস গ্রীষ্মে ফিরে আসবে এবং তোমাদেরকে ভুল প্রমাণ করবে। ’

২০১৮ সালের জানুয়ারি ওল্ড ট্রাফোর্ডে আসার পর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৪৫ ম্যাচ খেলেছেন সানচেজ। গোল করেছেন মাত্র পাঁচটি।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।