ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

কুড়িগ্রামকে ২-০ গোলে হারাল নীলফামারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২০
কুড়িগ্রামকে ২-০ গোলে হারাল নীলফামারী ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীতে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলের গ্রুপ পর্বের প্রথম কোয়ার্টার ফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ২-০ গোলে পরাজিত করেছে নীলফামারী জেলা দল।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটায় শুরু হওয়া খেলার ১৪তম মিনিটের মাথায় নীলফামারীর হয়ে প্রথম গোলটি করেন শফিকুল ইসলাম শিপন।

 

১৮তম মিনিটে প্রতিপক্ষ কুড়িগ্রামের জালে দ্বিতীয় গোলটি করেন স্বাগতিক দলের মোরশেদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।