ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

বরিশালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
বরিশালে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল: বরিশালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল লতিফ মজুমদারের সভাপতিত্বে বরিশালের জেলা প্রাশসক এস এম অজিয়র রহমান পতাকা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

 

এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন স্তরের নগরিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।