ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ঘরের মাঠে বার্নলির কাছে ম্যানইউর বাজে হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ঘরের মাঠে বার্নলির কাছে ম্যানইউর বাজে হার ছবি:সংগৃহীত

বাজে সময়ের মধ্যদিয়ে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হার দেখল। এবার তো নিচের সারির দল বার্নলির বিপক্ষে বাজেভাবে হারল ওলে গুনার সুলশারের শিষ্যরা। ২-০ গোলে হেরেছে রেড ডেভিলসরা। আর এমন জয়ে ৫৭ বছর পর ওল্ড ট্র্যাফোর্ডে সুখস্মৃতি নিয়ে ফিরল বার্নলি।

আগের ম্যাচে লিভারপুলের কাছে হারা ম্যানইউ প্রথমার্ধে ভালো খেলেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ৩৯তম মিনিটে গোল হজম করে বসে দলটি।

বেন মি’র পাস থেকে ডান গোলটি করেন ক্রিস উড। আর বিরতির পর ৫৬তম মিনিটে উডের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীদের জয় নিশ্চিত করেন জে রদ্রিগেজ।

২৪ ম্যাচে ৯ জয় ও ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে ম্যানচেস্টারের দলটি। ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।