ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

কোপা দেল রে ম্যাচে বিশ্রামে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
কোপা দেল রে ম্যাচে বিশ্রামে মেসি ছবি:সংগৃহীত

আর্নেস্তো ভালভার্দে কোচ থাকাকালীন দলের একমাত্র ভরসা হয়েই ছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার জয়ে যেন তাকেই গোল করতে হবে। আর নতুন কোচ কিকে সেতিয়েনের অভিষেক ম্যাচেও ত্রাতা হয়ে কাজ করেছেন এই আর্জেন্টাইন। তবে এবার মেসির ওপর চাপ কমাতে কোপা দেল রে’র ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

কোপার রাউন্ড অব ৩২ এর ম্যাচে ইউডি ইবিজার মুখোমুখি হবে বার্সা। আর এই ম্যাচ খেলতে মেসির সঙ্গে সফর করা হচ্ছে না দলের অন্য দুই তারকা পিকে ও সার্জিও বুসকেতস।

ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন লুইস সুয়ারেস। তাই আঁতোয়া গ্রিজম্যান ও আনসু ফাতিদের আক্রমণভাগ সামলাতে হবে।

বার্সা স্কোয়াড: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, নেতো, নেলসন সেমেদো, ক্লিমেন্ট লংলে, জর্দি আলবা, সের্জি রবার্তো, স্যামুয়েল উমতিতি, জুনিয়র ফিরপো, চুমি, ইভান রাকিতিচ, আর্থার, ফ্রেঙ্কি ডি ইং, আর্তুরো ভিদাল, রিকি পুইগ, আঁতোয়া গ্রিজম্যান, কার্লেস পেরেস, আবেল রুইজ ও আনসু ফাতি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।