ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতলো ইউল্যাব 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
বঙ্গবন্ধু গোল্ডকাপ জিতলো ইউল্যাব  ইউল্যাবের শিরোপা উৎসব

ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ শিরোপা ঘরে তুলেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিজেএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) আয়োজিত ইন্টার ইউনিভার্সিটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় বিইউএফটি’র স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার মাঠে।  

ফাইনালে ইউল্যাব ৪-০ গোলে পরাজিত করে বিইউএফটিকে।

মিডফিল্ডার চিন্ময় রায়ের প্রথমার্ধে দুই গোল এবং দ্বিতীয়ার্ধে স্ট্রাইকার শরিফ আহমেদ শশী ও উইঙ্গার জাকিরুল ইসলাম একটি করে গোলে ইউল্যাবের শিরোপা নিশ্চিত করেন।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইউল্যাব গোলরক্ষক আজিজুর রহমান পিয়াশ। সঙ্গে টুর্নামেন্টের সেরা গোলরক্ষকও নির্বাচিত হন তিনি। ইউল্যাবকে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ পুরষ্কার হিসাবে ৫০ হাজার টাকা দেওয়া হয়।

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ১৮ টি বিশ্ববিদ্যালয়।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০ 
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।