ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ক্যারিয়ারের শততম গোল পেলেন মদ্রিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ক্যারিয়ারের শততম গোল পেলেন মদ্রিচ ক্যারিয়ারের শততম গোল পেলেন মদ্রিচ

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ৩-১ গোলের জয়ের ম্যাচে একটি গোল করেন লুকা মদ্রিচ। আর গোলটি করেই ক্যারিয়ারের দুর্দান্ত এক মাইলফলক গড়লেন এই তারকা মিডফিল্ডার। এটি তার পেশাদারি ক্যারিয়ারের ১০০তম গোল।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলটি করেন মদ্রিচ। ৬৫তম মিনিটে লুকা জোভিচের পাসে বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষক জাউমে দোমেনেখকে পরাস্ত করেন তিনি।

এরই সঙ্গে চলমান মৌসুমে পঞ্চম গোলের পাশাপাশি ক্যারিয়ারের শততম গোল পূর্ণ করেন।

স্বদেশি ক্লাব দিনামো জাগরেবে পেশাদারি ক্যারিয়ার শুরু করা মদ্রিচ সেখানে ৩৩টি গোল করেছিলেন। পরে ইন্টার জাপ্রেসিসের হয়ে ৪টি ও জ্রিসস্কির করেন ৮টি গোল। ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের হয়ে করেন ১৭টি গোল। আর বর্তমান ক্লাব রিয়ালের হয়ে করেছেন ২২ গোল। জাতীয় দল ক্রোয়েশিয়ার হয়ে ১৬টি গোল করেছেন মদ্রিচ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।