ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন খেলোয়াড়দের উল্লাস। ছবি: বাংলানিউজ

১৫ জানুয়ারি পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপের। আর উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনির বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়।

গ্রুপ ‘এ–তে বাংলাদেশের সঙ্গে  এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন ছাড়াও আছে শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ জানুয়ারি মাঠে নামবে জেমি ডে’র শিষ্যরা।

২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ।

গ্রুপ ‘বি’-তে রয়েছে মরিশাস, বুরুন্ডি ও সিশেলস। ২২ ও ২৩ জানুয়ারি হবে দুই সেমিফাইনাল।

দুটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। এর আগে গত আসরে ফিলিস্তিনির বিপক্ষে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।