ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

বাদ পড়েছেন বিপলু-ইয়াসিন, ফিরেছেন তপু বর্মন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বাদ পড়েছেন বিপলু-ইয়াসিন, ফিরেছেন তপু বর্মন বাংলাদেশ ফুটবল দল

আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত  দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
 

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে  জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে বাংলাদেশ দল ঘোষণা করা হয়।  

দলে দুটি পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ে ওমানের বিপক্ষে খেলা বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বসুন্ধরা কিংসের বিপলু আহমেদ ও সাইফ স্পোর্টিং ক্লাবের ইয়াসিন আরফাত। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক মোল্লা। আর ইনজুরি থেকে স্কোয়াডে ফিরছেন বসুন্ধরা কিংসের তপু বর্মন।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে জাতীয় দলের ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন।

বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।

রক্ষণভাগ: তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া।

মধ্যমাঠ: রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা।

আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নাবীব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।