ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

রদ্রিগেজকে এভারটনে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
রদ্রিগেজকে এভারটনে চান আনচেলত্তি আনচেলত্তি ও রগ্রিগেজ

দুজনের সম্পর্কটা বেশ পুরনো। রিয়াল মাদ্রিদে কোচ কার্লো আনচেলত্তির প্রিয় শিষ্যের একজন ছিলেন হামেস রদ্রিগেজ। এছাড়া ধারে বায়ার্ন মিউনিখে গিয়েও কোচ হিসেবে কলম্বিয়ান প্লে-মেকার কোচ হিসেবে পেয়েছিলেন আনচেলত্তিকে। রদ্রিগেজ এখনও সান্তিয়াগো বার্নাব্যুতে থাকলেও রিয়াল-বায়ার্ন-নাপোলি ঘুরে বর্তমানে এভারটনের দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ। 

সমযের অনেক জল গড়িয়ে গেলেও প্রিয় শিষ্যকে ভুলেননি আনচেলত্তি। ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই রদ্রিগেজকে গুডিসন পার্কে নিয়ে আসতে ওঠে পড়ে লেগেছেন তিনি।

তার জন্য এভারটনের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেছেন ৬০ বছর বয়সী কোচ।  

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, আনচেলত্তি ইতোমধ্যে এভারটনের বোর্ড সভায় রদ্রিগেজের সঙ্গে চুক্তির ব্যাপারে কথা বলেছেন। নাপোলিতে থাকাকালীনও কলম্বিয়ান তারকাকে চেয়েছিলেন তিনি।  

ডেইলি মিররের প্রতিবেদন লেখা হয়েছে, ‘রদ্রিগেজ, যিনি ধারে দুই মৌসুম বায়ার্ন মিউনিখে কাটিয়েছেন, ফের রিয়ালে ফিরলেও তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। কোচ জিনেদিন জিদানের দীর্ঘকালীন পরিকল্পনাতেও নেই তিনি। যার কারণে এভারটনের বিশ্বাস, ধারে হলেও এই মিডফিল্ডারকে মার্সিসাইডে নিয়ে আসার ভাল সুযোগ আছে তাদের। ’ 

চলতি মৌসুমের শুরুতে চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রদ্রিগেজ। সুস্থ হয়ে ওঠলেও জিদানের স্কোয়াডে সুযোগ পাননি তিনি। গেতাফের বিপক্ষে ব্লাঙ্কোসদের ৩-০ গোলে জয়ের ম্যাচেও স্কোয়াডে ছিলেন না ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।