ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

এবার দুর্বৃত্তরা ভেঙেই দিল ইব্রার মূর্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
এবার দুর্বৃত্তরা ভেঙেই দিল ইব্রার মূর্তি দুর্বৃত্তরা ভেঙেই দিল ইব্রার মূর্তি

একের পর এক আঘাতে আর টিকে থাকতে পারলো না জ্লাতান ইব্রাহিমোভিচের মূর্তিটি! এবার দুর্বৃত্তরা ভেঙেই ছাড়ল। সুইডেনে নিজ শহর মালমোতে থাকা ইব্রার স্ট্যাচুর পায়ের অংশ কেটে মাটিতে ফেলে দিয়েছে আক্রমণকারীরা। ব্যাপারটি নিশ্চিত করেছে সুইডিশ পুলিশ।

মালমোতে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করা ইব্রা প্রতিদ্বন্দ্বী ক্লাব হ্যাম্মারবিতে মূলত বিনিয়োগ করার পরই তার ওপর একদল উগ্র সমর্থক চোটে যায়। আর এরপর থেকেই এই মূর্তিটির ওপর কয়েকদফা হামলা হলো।

গত নভেম্বরে হ্যাম্মারবিতে বিনিয়োগ করেন ইব্রা। এরপরের দিনই দুর্বৃত্তরা আগুন ও রঙ দিয়ে বাজেভাবে এঁকে প্রতিবাদ করে। পরে ডিসেম্বরে মূর্তিটির নাক কেটে দেওয়া হয়। আর সর্বশেষ কর্তৃপক্ষ চারপাশে বেড়া দিয়ে রাখলেও আক্রমণকারীরা করাত দিয়ে পা কেটে মূর্তিটি ফেলে দেয়।

স্থানীয় পুলিশ এ বিষয় জানায়, ‘ইতোমধ্যে ভাঙচুরের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। ’

এর আগে গত ৯ অক্টোবর সুইডেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সম্মানে ৩.৫ মিটারের এই ব্রোঞ্জের মূর্তিটি উন্মোচন করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।