ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

২৩ বছর বয়সেই ফরাসি ফুটবলারের চির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
২৩ বছর বয়সেই ফরাসি ফুটবলারের চির বিদায় নাথায়েল জুলান/ছবি: সংগৃহীত

কেবলই পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন নাথায়েল জুলান। কিন্তু মাত্র ২৩ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ফরাসি স্ট্রাইকার। ফরাসি লিগ ‘টু’র দল গেঁগার এই তরুণ তারকাকে কেড়ে নিয়েছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। 

শুক্রবার (৩ জানুয়ারি) দলের অনুশীলন শেষে নিজের গাড়ি চালিয়ে ফিরছিলেন জুলান। কিন্তু সেঁত ব্রিয়েক শহরের কাছে পর্দিচের পথে দুর্ঘটনার শিকার হলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গেঁগা।  

লিগ ওয়ানের দল লে হাভ্রে’র হয়ে ক্যারিয়ার শুরু করা জুলান ২০১৮ সালে গেঁগাতে যোগ দিয়ে ক্লাবের সিনিয়র দলের হয়ে ১১টি ম্যাচে মাঠে নেমেছিলেন।

বর্তমানে শীতকালীন বিরতিতে আছে গেঁগা। তবে মৌসুমের বাকি অর্ধ শুরুর আগে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল দলটির। কিন্তু জুলেনের মৃত্যুতে শোকাহত গেঁগা শনিবারের (৪ জানুয়ারি) পূর্বনির্ধারিত ম্যাচটি বাতিল করে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।