ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

টাইব্রেকারে মুক্তিযোদ্ধাকে হারিয়ে সেমিতে বসুন্ধরা কিংস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
টাইব্রেকারে মুক্তিযোদ্ধাকে হারিয়ে সেমিতে বসুন্ধরা কিংস ছবি: শোয়েব মিথুন

ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বসুন্ধরা কিংস। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। দ্রুতই সাফল্যের দেখাও পায় বর্তমান লিগ চ্যাম্পিয়নরা।

তৃতীয় মিনিটে মতিন মিয়ার ক্রস থেকে প্লেসিং শটে বল জালে পাঠান মোহাম্মদ কাদুহ।

জয়ের উদযাপনে মেতেছে বসুন্ধরা কিংস: ছবি-শোয়েব মিথুন বিরতির পর আক্রমণের গতি বাড়িয়ে দেয় বসুন্ধরা। তবে ব্যবধান বাড়ানো সম্ভব হচ্ছিল না। উল্টো ম্যাচের ৭৬তম মিনিটে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। বসুন্ধরার ডিফেন্সের ভুলে মুক্তিযোদ্ধার মেহেদী হাসান গোল করলে ম্যাচ সমতায় ফেরে।

বাকিটা সময় কেউই আর গোল করতে না পারলে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

বল দখলের লড়াইয়ে বসুন্ধরা কিংস: ছবি-শোয়েব মিথুনটাইব্রেকারে বসুন্ধরার জয়ের নায়ক গোলরক্ষক জিকো। মুক্তিযোদ্ধার প্রথম দুটি শট ফিরিয়ে দেন তিনি। অন্যদিকে বসুন্ধরার দুইশবেকভ, নিকোলাস, ফাহাদ ও অধিনায়ক কলিনদ্রেস গোল করে টাইব্রেকারে ৪-১ গোলের জয় এনে দেন।

বসুন্ধরা কিংসের জয় উদযাপন: ছবি-শোয়েব মিথুনআগামী ৩ জানুয়ারি ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ এফসির মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।