ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনায় একাই অনুশীলন করছেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
আর্জেন্টিনায় একাই অনুশীলন করছেন মেসি .

আর্জেন্টিনার রোজারিওতে বড়দিনের ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু বার্সেলোনা অধিনায়ক এই ছুটিতেও বসে নেই। বরং ফিটনেস ধরে রাখতে একাই পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

আগামী ৪ জানুয়ারি এসপানিওলের মুখোমুখি হবে কাতালান জায়ান্টরা। এই ম্যাচকে সামনে রেখে আগামী ২ জানুয়ারি স্পেনে ফিরবেন মেসি।

ফলে কাতালান ডার্বির আগে মাত্র ২ দিন সময় পাবেন তিনি।

এদিকে স্পেনে ফেরার আগেই নিজেকে আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে শুরু করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। রোজারিও’র নিজ বাড়ির জিমে এজন্য ঘাম ঝরাচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।