ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোচ হওয়ার আগ্রহ নেই রোনালদোর, তবে...

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
কোচ হওয়ার আগ্রহ নেই রোনালদোর, তবে... ক্রিস্টিয়ানো রোনালদো-ছবি: সংগৃহীত

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসার কোনো পরিকল্পনা নেই ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে ক্যারিয়ারে শেষ কথা বলে তো আসলে কিছু নেই। যদি অবসরের পরের জীবন বিরক্তিকর মনে হয়, তাহলে হয়তো মত বদলাতেও পারেন বলে জানিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার।

৩৪ বছর বয়সেও দারুণ ফর্মে আছেন রোনালদো। চলতি মৌসুমে তুরিনের বুড়িদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ১২ গোলও করে ফেলেছেন।

এই বয়সে তার ফিটনেসও রীতিমত অবিশ্বাস্য।

গত আগস্টে এক সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জানিয়েছিলেন, এই মৌসুমের শেষে বুটজোড়া তুলে রাখতে পারেন তিনি। তবে যদি শরীর সায় দেয় তাহলে হয়তো ৪০তম জন্মদিনের পরও খেলা চালিয়ে যেতে পারেন।

তবে অবসর নিলেও সহজে কোচিং ক্যারিয়ার শুরু করতে রাজি নন রোনালদো। ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘ডিএজেডএন ইতালি’কে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘বর্তমানে, আমার কোচ হওয়ার কোনো আগ্রহ নেই। কিন্তু হয়তো কোনোদিন বিরক্ত হয়ে যাব এবং হয়তো তখন হতেও পারে। নেভার সে নেভার। ’

কেমন কোচ হতে চান সেটাও জানিয়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ, ‘আমি যদি কোচ হই, আমি হবো প্রেরণাদায়ক। একজন কোচকে অবশ্যই তার প্যাশন এবং প্রতিভাকে হস্তান্তর করতে হবে। যেমন, আমি মজা করতে পছন্দ করি। এছাড়া ড্রিবল, শুট, গোল করা এসব আমার দলের সঙ্গে শেয়ার করতে হবে। ’

রোনালদোর কাছে তার বর্তমান ক্লাব জুভেন্টাস ইতালির সেরা। এখানে তিনি ভালোই আছেন। তিনি বলেন, ‘আমি জুভেন্টাসের সবকিছুই পছন্দ করি। তাদের কালচার ভালো আর এই ক্লাব ইতালির সেরা। তাদের গল্পটা অসাধারণ। আমি এখানে সুখে আছি। আমি এখানে আরও শিরোপা জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।