ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শেষ রক্ষা হয়নি সিটিজেনদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
শেষ রক্ষা হয়নি সিটিজেনদের ছবি: সংগৃহীত

২-০ গোলের লিড রেখেও জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে হেরেছে ৩-২ গোলের ব্যবধানে। যদিও ১০ জনের দল নিয়ে লড়তে হয়েছে সিটিজেনদের।

লিগের গত আসরের চ্যাম্পিয়নরা আতিথ্য নিয়েছিল উলভারহ্যাম্পটনের মাঠে। ম্যাচের শুরুতেই দিয়েগো জোতাকে ডি-বক্সের বাইরে এসে ফাউল করার দায়ে সরাসরি লাল কার্ড দেখেন সিটি গোলরক্ষক এডারসন।

দ্বাদশ মিনিটে এডারসন মাঠ ছাড়লে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে বসিয়ে দ্বিতীয় গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে নামান কোচ পেপ গার্দিওয়ালা।

রিয়াদ মাহরেজকে অবৈধ বাধা দেওয়ায় পেনাল্টি পায় সিটি। ২৫তম মিনিটে পেনাল্টি থেকে রাহিম স্টার্লিং স্কোর করলে ১-০ তে এগিয়ে যায় আতিথ্য নেওয়া সিটি। তবে, স্কোর করতে ফিরতি বলে শট নিতে হয়েছিল তাকে।

৫৫তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার স্টার্লিং আবারও গোল করেন। ২-০ তে এগিয়ে যায় সিটি। ৫৫ মিনিটের মাথায় আদামা তাউরে গোল করে স্বাগতিকদের ব্যবধান কমান (২-১)। ৮২ মিনিটে উলভসকে সমতায় ফেরান রাউল জিমিনেজ। আর ৮৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাট দোহার্টি।

১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলা লেস্টার সিটি ৩৯ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সিটি। চারে থাকা চেলসির পয়েন্ট ৩২। ৩২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে উলভারহ্যাম্পটন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।