ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

না ফেরার দেশে ১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জয়ী পিটার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
না ফেরার দেশে ১৯৬৬ ফুটবল বিশ্বকাপ জয়ী পিটার্স মার্টিন পিটার্স

ইংল্যান্ডকে প্রথম এবং একমাত্র বিশ্বকাপ এনে দেওয়া মার্টিন পিটার্স মারা গেছেন। ৭৬ বছর বয়সী সাবেক ওয়েস্ট হাম মিডফিল্ডারের মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছে তার পরিবার। 

মাত্র ১৫ বছর বয়সে ওয়েস্ট হামে যোগ দেন পিটার্স। টানা ১১ বছর ক্লাবটিতে কাটানোর পর বৃটিশদের মধ্যে প্রথম ২ লাখ পাউন্ডের বিনিময়ে ১৯৭০ সালে নাম লেখান লন্ডনের আরেক ক্লাব টটেনহামে।

 

১৯৬৬ ফুটবল বিশ্বকাপে ইংলিশ স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে একটি গোলও করেন পিটার্স।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ওয়েস্ট হাম জানিয়েছে, ‘১৯৬৬ বিশ্বকাপ জয়ী শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ’

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।