ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি অবিশ্বাস্য, তবে ম্যারাডোনার চোখে সেরা দি স্তেফানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৯
মেসি অবিশ্বাস্য, তবে ম্যারাডোনার চোখে সেরা দি স্তেফানো মেসি ও ম্যারাডোনা/ছবি: সংগৃহীত

তর্ক সাপেক্ষে ইতিহাসের সেরা ফুটবলার বলা হয় দিয়েগো ম্যারাডোনাকে। তিনি নিজেও এমন দাবি করেছেন বহুবার। তবে এবার নিজের দাবি থেকে সরে এসেছেন আর্জেন্টাইন কিংবদন্তী। তার চোখে ইতিহাসের সেরা খেলোয়াড় পেলে, মেসি কিংবা রোনালদো নন। রিয়াল মাদ্রিদ কিংবদন্তী আলফ্রেদো দি স্তেফানোকেই সেরার তকমা দিলেন তিনি। একইসঙ্গে এটাও জানালেন, লিওনেল মেসি যা অর্জন করেছেন তা রীতিমত অবিশ্বাস্য।

সর্বকালের সেরার প্রশ্নে বর্তমানে জিমনেসিয়া ক্লাবের কোচ ম্যারাডোনা ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মতে, সর্বকালের সেরা আলফ্রেদো দি স্তেফানো। সে সবার সেরা, এমনকি আমার চেয়েও।

দি স্তেফানোর প্রতিভাকে গুরুত্ব দিতে চাননি পেলে। পেলের বন্ধুরা তাকে ফুটবলের জীবন্ত কিংবদন্তী বানিয়েছে। বিশ্বসেরা হতে আমি এমনকি রিও দে জেনেরিওতে পেলেকে হারিয়ে দিয়েছি। ’

কিছুদিন আগে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর ঘরে তুলেছেন মেসি। একই সময়ের খেলোয়াড় হলে নিজে কয়টি ব্যালন ডি’অর জিততে পারতেন এমন প্রশ্নের জবাবে ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি বেশ কয়েকটি। তবে মেসি যা অর্জন করেছে তা অবিশ্বাস্য। ’

সম্প্রতি ফ্রি-কিক থেকে গোল করায় একপ্রকার অদম্য হয়ে উঠেছেন মেসি। তবে বার্সা ফরোয়ার্ডের ফ্রি-কিক সাফল্যের পেছনেও নিজের অবদানের কথা জানালেন ম্যারাডোনা, ‘কোথায় পা ফেলতে হবে সেটা আমিই তাকে (মেসি) বলেছিলাম। কিন্তু বাকিটা তার নিজস্ব। সে এটাকে দারুণভাবে বাস্তবায়ন করেছে। আমি মেসির মুখোমুখি হতে চাইতাম না-কখনোই না। আমি মেসির সমালোচনা করি না। ছেলেটা ঘরে (আর্জেন্টিনা) আসে, খেলে, কোনো বন্দনার জন্য নয় এবং এরপরও তাকে অনেকে কাতালান বলে কটাক্ষ করে। আমি কিন্তু মেসির বন্ধু। ’

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।