ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্লাসিকোর আগে বার্সার হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ক্লাসিকোর আগে বার্সার হোঁচট

রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোর মহারণে নামার আগেই হোঁচট খেল বার্সেলোনা। কাতালানদের ঘরের মাঠে আতিথ্য জানিয়ে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক রিয়াল সোসিয়েদাদ। অবশ্য ড্র করলেও মেসির দল পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে।

তবুও অস্বস্তি নিয়েই ১৮ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্যাম্প ন্যুতে নামতে হবে মেসিদের। লিগে টানা চার জয়ের পর পয়েন্ট হারালো আরনেস্টো ভালভারদের শিষ্যরা।

এদিন প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই চেনা বার্সাকে দেখা যায়নি। খেলার ১২তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন মিকেল সাবাল। পরবর্তীতে নিজেদের ডি-বক্সে সার্জিও বুসকেটস সোসিয়েদাদের দিয়েগো ইয়োরেন্তেকের জার্সি ধরে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩৮তম মিনিটে সমতায় ফেরে বার্সা। গ্রিজম্যানের গোলে সহায়তা করেন সুয়ারেস। সাবেক দলের বিপক্ষে গোল করলেও উদযাপন করেননি ফরাসি তারকা গ্রিজম্যান।

এরপর ৪৯তম মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন সুয়ারেস। এবার বলের যোগানদাতা মেসি। এর কিছু পরই ৬২ মিনিটের মাথায় সোসিয়েদাদের পক্ষে সমতাসূচক গোলটি করেন আলেকজান্ডার ইসাক।

১৬ ম্যাচে ১১ জয় ও ২ ড্রয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সার পয়েন্ট ৩৫। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৩৪। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে রিয়াল সোসিয়েদাদ।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।