ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এসএ গেমসে ফুটবল দলের ব্যর্থতা লজ্জার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এসএ গেমসে ফুটবল দলের ব্যর্থতা লজ্জার বক্তব্য দেন তরফদার মো. রুহুল আমিন।

নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ ফুটবল দলের ব্যর্থতা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মো. রুহুল আমিন।

তিনি বলেছেন, এসএ গেমসে বাংলাদেশ ফুটবল দল ফেভারিট হিসেবেই অংশ নেয়। কিন্তু শুরুতেই ভূটানের বিপক্ষে হেরে যায়।

পরে নেপালের সঙ্গে ‘ডু অর ডাই’ ম্যাচেও হেরে ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরে। এটি লজ্জাজনক।

শনিবার (১৪ ডিসেম্বর) ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তরফদার মো. রুহুল আমিন এসব কথা বলেন।

ফুটবল দলের ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ফুটবলে আমাদের স্ট্রাকচার ঠিক করতে হবে। সাময়িক যে সাফল্য আসে তা স্থায়ী হয় না। যদি স্ট্রাকচার ঠিক করা না যায়।

এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আশিকুর রহমান মিকু, নরসিংদী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।