ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইউরোর মূল পর্বে জার্মানি-নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
ইউরোর মূল পর্বে জার্মানি-নেদারল্যান্ডস-ক্রোয়েশিয়া বেলারুশকে হারায় জার্মানি

ইউরো ২০২০ বাছাইপর্বে ‘সি’ গ্রুপ থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। ‘ই’ গ্রুপ থেকে ক্রোয়েশিয়াও মূল পর্বে উঠেছে। আর আগেই ইউরো নিশ্চিত করা বেলজিয়াম ‘আই’ গ্রুপে রাশিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে।

বেলারুশকে ৪-০ গোলে হারায় জার্মানি। জোড়া গোল করেন টনি ক্রুস।

আর একটি করে গোল করেন ম্যাটিয়াস গিন্টার ও লিওন। একই গ্রুপে থাকা নেদারল্যান্ডস নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করেও মূল পর্বে উঠেছে। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে জার্মানি। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ডাচরা।

গত বিশ্বকাপের রানারআপ ক্রোয়েশিয়া ৩-১ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে। ‘ই’ গ্রুপে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মূল পর্বে  উঠেছে  দলটি। আজারবাইজানকে ২-০ গোলে হারিয়ে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আশা বাচিঁয়ে রেখেছে ওয়েলস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরিরও মূল পর্বে যাওয়ার সুযোগ পাচ্ছে।

পোল্যান্ড ইসরাইলকে ২-১ গোলে হারিয়েছে। ‘জি’ গ্রুপ থেকে আগেই মূল পর্ব নিশ্চিত করেছিল পোলিশরা। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠেছে নর্থ মেসিডোনিয়াকে নিজেদের মাঠে ২-১ গোলে হারানো অস্ট্রিয়া। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া গ্রুপে দ্বিতীয় স্থানে আছে।

এদিকে ‘আই’ গ্রুপে আনুষ্ঠানিকতার ম্যাচে মাঠে নেমেছিল বেলজিয়াম ও রাশিয়া। কেননা আগেই মূল পর্ব নিশ্চিত করেছিল তারা। তবে এই লড়াইয়ে ৪-১ গোলে জিতেছে বেলজিয়াম। ৯ ম্যাচে নয় জয়ে ২৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা বেলজিয়াম, ২১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।