ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পদত্যাগের ব্যাপারে কিছুই ভাবছেন না বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
পদত্যাগের ব্যাপারে কিছুই ভাবছেন না বার্সা কোচ

স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে লেভান্তের মাঠে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের ব্যবধানে হজম করে তিন গোল। এমন বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনায় পড়েছেন বার্সা কোচ আরনেস্তো ভালভারদে। এমনকি স্প্যানিশ গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে।

সব প্রতিযোগিতা মিলে টানা সাত ম্যাচ জয়ের পর হেরেছে বার্সা। চলতি মৌমুমে লিগের ম্যাচে এটি বার্সার তৃতীয় পরাজয়।

যার তিনটিই অ্যাওয়ে ম্যাচে।

বাজে পারফর্মের কারণে ম্যাচ হারার পর বার্সা কোচকে পদত্যাগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘আপাতত পদত্যাগের ব্যাপারে কিছুই ভাবছি না। ’

‘পদত্যাগ করবেন কিনা’-এই প্রশ্নে ভালভারদে আরও জানান, ‘এই প্রশ্নের উত্তর হলো ‘না’। আমি পদত্যাগ নিয়ে ভাবছি না। আপাতত শিষ্যদের নিয়ে এগিয়ে যেতে চাই। দ্বিতীয়ার্ধে আমাদের পারফর্ম একেবারেই ভালো হয়নি। প্রতিপক্ষকে আমরা চেপে ধরতে পারিনি। খুব অল্প সময়ে তারা তিন গোল দিয়েছে। তৃতীয় গোলটি আমাদের সত্যিই খাদের কিনারায় ফেলে দিয়েছে। আমরা সেখান থেকে ম্যাচ বের করতে পারনি। ’

বার্সা কোচ আরও যোগ করেন, ‘লেভান্তে আমাদের যথেষ্ট চাপে ফেলতে পারেনি ঠিকই, কিন্তু যেভাবে নিজেদের মাঠে খেলেছে মনে হচ্ছিল তারা নিজেদের সেরা ম্যাচটিই খেলছে। আমাদেরও উচিত ছিল জবাব দেওয়ার। ’

হারলেও স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। ১১ ম্যাচ খেলে কাতালানরা সংগ্রহ করেছে ২২ পয়েন্ট। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে বার্সার পেছনে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে আছে জিনেদিন জিদানের শিষ্যরা। ১২ ম্যাচ খেলে অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ২১ পয়েন্ট। দিয়েগো সিমিওনের শিষ্যদের সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট আছে সেভিয়ার দখলে। গোল ব্যবধানে পিছিয়ে থাকা সেভিয়া চার নম্বরে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।