ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান লিগে ফের শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
ইতালিয়ান লিগে ফের শীর্ষে জুভেন্টাস ছবি:সংগৃহীত

ইতালিয়ান সিরিআ লিগে ইন্টার মিলানকে হটিয়ে ফের শীর্ষে জায়গা করে নিল জুভেন্টাস।
তুরিনোকে ১-০ গোলে হারিয়ে এই জয় তুলে নেয় দলটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথিয়াস ডি লিট।

নগরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে ৩১তম মিনিটে এগিয়ে যেতে পারতো জুভেন্টাস। কিন্তু পাওলো দিবালার নেওয়া শটটি রুখে দেন গোলরক্ষক।

তবে দ্বিতীয়ার্ধে কর্নার থেকে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জুভিরা। হিগুয়েনের পাসে গোলটি করেন ডি লিট। ডাচ এই ডিফেন্ডারের ইতালিয়ান জায়ান্টদের হয়ে প্রথম গোল।

লিগে ১১ ম্যাচে ৯ জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো জুভেন্টাস। দিনের আগের ম্যাচে জেতা ইন্টার ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছিল। তবে এখন তারা দুই রয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।