ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্সকে হারালো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্সকে হারালো চট্টগ্রাম আবাহনী জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী/ফাইল ফটো

ম্যাচে গোল হলো মোট ৫টি। ম্যাচের পাল্লা একবার এদিকে হেলে পড়ে তো একবার ওদিকে। এমন রোমাঞ্চ ছড়ানো ম্যাচে শেষ হাসি হাসলো চট্টগ্রাম আবাহনী। ব্রাদার্স ইউনিয়নকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে চট্টগ্রামের দলটি।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১১ মিনিটে কৌশিক বড়ুয়ার কর্নার কিক বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ব্রাদার্সের ডিফেন্ডার শফিকুল ইসলাম। ১-০ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ব্রাদার্স। ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান লিমার হেডে আলতো ছোঁয়ায় গোল করে দলকে সমতায় ফেরান মানাফ রাব্বী।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। দানিয়েল আরমাহ’র লম্বা করে বাড়ানো বলে হেড করেন আওয়ালা মাগালান। সেখান থেকে বল চলে যায় গাম্বিয়ার ফুটবলার মোমেদুর পায়ে। নিখুঁত শটে গোল করেন এই ফরোয়ার্ড।

ব্রাদার্সের জালে তৃতীয় গোল করেন কৌশিক। এবার ব্রাদার্সের ডিফেন্সের ভুলে বল পেয়েই লক্ষ্যভেদ করেন তিনি। ৩-১ গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

চট্টগ্রাম আবাহনীর একচেটিয়া আক্রমণের মাঝেই ব্যবধান কমিয়ে ফেলে ব্রাদার্স। ৬৪ মিনিটে ডি-বক্সের মধ্যে চট্টগ্রাম আবাহনীর মুফতা লাওয়ালের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দুর্দান্ত শটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিমা। তবে বাকি সময়ে তাদের বেশ কিছু প্রচেষ্টা প্রতিহত হলে ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।

এই জয়ে পাঁচ ম্যাচ শেষে দুই জয় আর দুই ড্র নিয়ে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। আর ৪ ম্যাচ খেলে মাত্র ১ জয় নিয়ে ৯ম স্থানে ব্রাদার্স।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।