ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মোহামেডানকে হারিয়ে শেখ রাসেলের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
মোহামেডানকে হারিয়ে শেখ রাসেলের হ্যাটট্রিক জয় শেখ রাসেল। ফাইল ফটো

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয় তুলে নিল শেখ রাসেল ক্রীড়া চক্র। দলের হয়ে একটি করে গোল করেন রাফায়েল ওডোইন, এলিসন উডোকা ও আজিজভ আলিশের।  

সোমবার (০৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা স্টেডিয়ামে রাসেলের হ্যাটট্রিক জয়ের দিন আবার টানা তৃতীয় হারের স্বাদ পেল ঐতিহ্যবাহী দল মোহামেডান।

এ ম্যাচে শেখ রাসেল অষ্টম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওডোইনের গোলে এগিয়ে যায়।

গোলটিতে সহায়তা করেন বিপলু আহমেদ।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। ওডোইনের হেড পোস্টে লেগে ফিরে আসলে সেখান থেকে ফিরতি শটে গোলটি আদায় করে নেন এলিসন উডোকা।

দ্বিতীয়ার্ধের আক্রমণের ধারা বজায় রাখে ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেল। ফলে ৮৬ মিনিটে দলের তৃতীয় গোলের পাশাপাশি জয় নিশ্চিত করেন উজবেকিস্তানের স্ট্রাইকার আজিজভ আলিশের।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।