ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হিগুয়েইন-হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
হিগুয়েইন-হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির বড় জয় গোল করে হিগুয়েইনের উদযাপন, ছবি: সংগৃহীত

আগের ম্যাচে চেলসির হয়ে প্রথমবার মাঠে নেমে দেখতে হয়েছিল হার। তবে দ্বিতীয় ম্যাচেই গঞ্জালো হিগুয়েইন পেয়ে গেলেন জোড়া গোল। তার ও এডেন হ্যাজার্ডের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে হাডার্সফিল্ডকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মাউরিসিও সারির দল।

দলের হয়ে অন্য গোলটি করেন ডেভিড লুইস। আর এ জয়ের ফলে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরলেন ব্লুজরা।

ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ১৬ মিনিটে হিগুয়েইনের গোলেই এগিয়ে যায় চেলসি। পরে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করেন হ্যাজার্ড।

বিরতির পর ৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন হ্যাজার্ড। তিন মিনিট পর হিগুয়েইনও নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর ৮৬ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুইস।

লিগে ২৫ ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। ২৪ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬১।

বাংলাদেশ সময়:০০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।