ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেনজেমার জোড়া গোলে সেমিতে রিয়াল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
বেনজেমার জোড়া গোলে সেমিতে রিয়াল করিম বেনজেমার। ছবি: সংগৃহীত

করিম বেনজেমার জোড়া গোলে জিরোনার বিপক্ষে কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালের ২য় লেগে ৩-১ ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ। ফলে দুই লেগ মিলিয়ে ৭-৩ গোলের বড় জয় নিয়ে আসরটির সেমিফাইনাল নিশ্চিত করলো সান্তিয়াগো সোলারির দল।

এর আগে, ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাবুতে প্রথম লেগে ৪-২ গোলের জয়  পেয়েছিল রিয়াল।

এদিন জিরোনার মাঠে আতিথিয়েতা নিতে গিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল।

ফল পেতেও খুব বেশি সময় নেয়নি তারা। ২৭ মিনিটে দানি কারবাহালের সঙ্গে দুই একবার বল দেয়া-নেয়া করে গোল করেন বেনজেমা।

ফর্মে থাকা এই ফ্রেঞ্চম্যান ৪৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন। ভিনিসিয়াসের সহায়তায় ২য় গোলটি করেন তিনি। এর আগে প্রথম লেগেও একটি গোল করেছিলেন তিনি। এছাড়া দলের সর্বশেষ লিগ ম্যাচেও জোড়া গোলের দেখা পেয়েছিলেন বেনজেমা।

বিরতির পর নিজেদের কিছুটা গুছিয়ে নিতে শুরু করে জিরোনা। যার ফলে ৭১ মিনিটে একটি গোল শোধ দেয় দলটি। গোল করেন পেদ্রো পোরো।

তবে ৫ মিনিট পরেই রিয়ালের বড় জয় নিশ্চিত করেন। মার্কোস লরেন্তে। দানি কাবায়োর সহায়তা গোলটি করেন তিনি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এমএমএস                   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।