ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মাইলফলক ম্যাচে হারলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
মাইলফলক ম্যাচে হারলেন গার্দিওলা গার্দিওলার মাইলফলক ম্যাচে অঘটনের শিকার সিটি-ছবি: সংগৃহীত

কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে শততম ম্যাচের মাইলফলক স্পর্শের দিন হার দেখেছেন পেপ গার্দিওলা। তার দল ম্যানচেস্টার সিটি ম্যাচের দীর্ঘ সময় এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে।

সিটির বিপক্ষে আবার ১৩ বছর পর জয় পেল নিউক্যাসল। নিচের সারির এই দল এর আগে সর্বশেষ ২০০৫ সালে জয় পেয়েছিল।

এরপর ২২টি লিগ ম্যাচের ১৯টিতেই হার দেখেছে তারা।

ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটিকে আতিথিয়েতা জানায় নিউক্যাসল। তবে খেলার মাত্র এক মিনিটের মাথায় সার্জিও আগুয়েরোর গোলে লিড পায় সিটিজেনরা।

কিন্তু বিরতির পর ৬৬ মিনিটে সলোমন রনডন স্বাগতিকদের সমতায় ফেরান। আর ৮০ মিনিটে ম্যাট রিচি পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন।

এই হারে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান কমানো হলো না গার্দিওলা শিষ্যদের। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয়। তবে এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, ৩০ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।