ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মুক্তিযোদ্ধাকে হারালো আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
মুক্তিযোদ্ধাকে হারালো আবাহনী মুক্তিযোদ্ধাকে হারালো আবাহনী। ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারালো আবাহনী লিমিটেড। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিশ্চিত করেন চিজোবা।

সোমবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণে ব্যস্ত থাকে আবাহনী। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মুক্তিযোদ্ধাকে হারালো আবাহনী।  ছবি: শোয়েব মিথুনতবে ৩০ মিনিটে মুক্তিযোদ্ধার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আবাহনী। বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বলে শট করে বসেন বালো ফামুসা।

পরে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ভুলে পাওয়া বলেই গোল করেন চিজোবা।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।