ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি-সেমেদোর গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
মেসি-সেমেদোর গোলে বার্সার জয় মেসি-সেমেদোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়লো বার্সা

লিওনেল মেসি ও নেলসন সেমেদোর গোলে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। যদিও ম্যাচের দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেছে জিরোনা।

নবম মিনিটে নেলসন সেমেদোর গোলে এগিয়ে যায় বার্সা। মেসির পাস জর্দি আলবা পেলে সেখান থেকে স্পেনের এই তারকা সেমেদোর কাছে ক্রস করেন।

পরে বটম কর্নার থেকে শট করে গোল আদায় করে নেন এই ডিফেন্ডা।  

প্রথমার্ধে আরও বেশ কয়েকটি চেষ্টা করলেও গোলের দেখা পায়নি বার্সা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভালভার্দের দল।

বিরতির পর শুরুতেই ১০ জনের দলে পরিণত হয় জিরোনা। ৫১ মিনিটে দলটির ফুটবলার এস্পিনোসা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

প্রতিপক্ষকে ১০ জন পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে বার্সা। ফল পেতেও খুব সময় লাগেনি সফরকারীদের। ৬৮ মিনিটে সেই আলবার পাস থেকে বল পেয়ে গোল করে বসেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৯টি গোল করলেন মেসি।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভালভার্দের দল।

২১ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে বার্সা।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।