ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু শেখ রাসেলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু শেখ রাসেলের শেখ রাসেল। ছবি: বাংলানিউজ

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ঢাকা ছাড়িয়ে পৌঁছেছে দেশের বিভিন্ন জেলায়। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রোববার (২০ জানুয়ারি) মুখোমুখি হয় ঢাকার দুই জনপ্রিয় দল শেখ রাসেল ক্রীড়া চক্র এবং আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচে ১-০ গোলের জয় পায় শেখ রাসেল।

ম্যাচ অনেকটাই এক পেষে মীমাংসা হয়। খেলা শুরুর ৩ মিনিটের মাথায়ই গোল করে এগিয়ে যায় শেখ রাসেল।

উজবেক ফরোয়ার্ড আজিজভ আলিশা গোল করে এগিয়ে দেন দলকে। খেলার ৩৪ মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল গোলের সুযোগ পেলেও তা ব্যর্থ হয়।

খেলার ৩৭ মিনিটে আরামবাগের ফরোয়ার্ড ক্যামেরুনের পল এমিলিও গোলের সুযোগ হারান। ৪০ মিনিটে ডি-বক্সের সামনে আরামবাগের এই ফরোয়ার্ডকে অবৈধভাবে বাধা দেয়ায় হলুদ কার্ড দেখেন শেখ রাসেলের নাইজেরিয়ান ডিফেন্ডার অ্যালিসন।

খেলার শেষ মুহূর্তে দুটি জোরালো আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হয় আরামবাগের খেলোয়াড়রা। শেষ মিনিটে আরামবাগের মিডফিল্ডার মানিক মোল্লাও হলুদকার্ড পান।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়াচক্র।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।