ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

মেসির ঘরে আরও একটি পুরস্কার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
মেসির ঘরে আরও একটি পুরস্কার ছবি: সংগৃহীত

অপেক্ষার পালা শেষ, লিওনেল মেসি ২০১৮ সালের আরও একটি পুরস্কার ঘরে তুললেন। স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কার শীর্ষ ১০০ খেলোয়াড়ের মধ্যে সেরা হলেন আর্জেন্টাইন অধিনায়ক।

পাঠকদের হাজারো ভোটে বার্সেলোনা তারকা মেসি নিশ্চিত জয় ছিনিয়ে নেন। এই পুরস্কারটি পেতে তিনি পেছনে ফেলেন ব্যালন ডি’অর জয়ী লুকা মদ্রিচ ও আঁতোয়া গ্রিজম্যানকে।

এর আগে ২০১৮ সালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। এছাড়া গত বছর তিনি লিগ ও ডাবল কাপ জেতেন।

২০১৮ সালটা মেসি আবার বিপরীত অনেক কিছুই দেখেছেন। রোমার বিপক্ষে হেরে তার দল বার্সা চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে। এছাড়া জাতীয় দল আর্জেন্টিনার হয়ে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে ছিটকে পড়েন।

তবে ব্যক্তিগত পর্যায়ে বরাবরের মতোই সেরা ছিলেন মেসি। ‍আর ২০১৯ সালেও তিনি এই ধারাবাহিকতা ধরে রাখবেন বলে সমর্থকদের বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।