ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রংপুর জিতল বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
রংপুর জিতল বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ শিরোপা বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপ। ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন  হয়েছে রংপুর বিভাগ। রোববার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে রাজশাহী বিভাগের বিপক্ষে ২-১ গোলে জয় পায় তারা।

রংপুরের হয়ে গোল দুটি করেন আপন চন্দ্র রায় ও শামীম ইসলাম। আর রাজশাহীর হয়ে একমাত্র গোলটি আসে আহাদের কাছ থেকে।

গোল্ডকাপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হয়। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত দেওয়া হয় ১০ মিনিট। ৬ মিনিটে জয়সূচক গোলটি করেন রংপুরের শামীম ইসলাম।

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

এর আগে নির্ধারিত সময়ের ৪৪ মিনিটে আপন চন্দ্র রায় গোল করে প্রথমে এগিয়ে দেন রংপুরকে। ৫৭ মিনিটে রাজশাহীকে ম্যাচে ফেরান আহাদ।

ম্যাচেসেরা খেলোয়াড় হন রংপুরের আপন চন্দ্র রায়। রংপুরের শামীম ইসলাম জিতেছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (৪ গোল)।  

ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

গত সেপ্টেম্বরে দেশব্যাপী প্রথমে ইউনিয়ন পর্যায়ে খেলা শুরু হয়। সেখান থেকে উপজেলা ও জেলা পর্যায়ে খেলা চলে। তারপর জেলার প্রতিযোগিতা শেষে গঠণ করা হয় বিভাগীয় দল। দেশের ফুটবল উন্নয়নের লক্ষ্যেই নতুন ধরনের এই প্রতিযোগিতা শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।