ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফুটবল

ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল ইতিহাস গড়ে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন রিয়াল-ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়লো রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথম কোনো দল হিসেবে মোট চারবার এই শিরোপা ঘরে তুললো স্প্যানিশ জায়ান্টরা। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে যৌথভাবে তিনবার করে শিরোপা জয়ে ভাগাভাগি করে আসছিল রিয়াল।

শনিবার রাতে শেখ জায়েদ স্পোর্টস সিটিতে আক্রমণাত্মক ফুটবল খেলা রিয়াল ১৪ মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয় গোলটি পেতে ৬০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়।

গোলটি করেন মার্কোস লরেন্তে।

৭৮ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক সার্জিও রামোস। আর যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইয়াহিয়া নাদের। তবে ৮৬ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেছিলেন শিওতানি।

বাংলাদেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।