ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সিটির বড় জয়ে সেনের জোড়া গোল, ম্যানইউর হোঁচট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
সিটির বড় জয়ে সেনের জোড়া গোল, ম্যানইউর হোঁচট সিটির বড় জয়ে সেনের জোড়া গোল-ছবি: সংগৃহীত

লেরয় সেনের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেল ম্যানচেস্টার সিটি। দলের হয়ে অন্য গোলগুলো করেন ডেভিড সিলভা ও রাহিম স্টারলিং। আর এ জয়ে লিগে নিজেদের শীর্ষস্থানেই রইল পেপ গার্দিওলার শিষ্যরা।

দিনের অন্য ম্যাচে অবশ্য ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

লন্ডন স্টেডিয়ামে এদিন সিটির হয়ে গোলের সূচনাটা করেন সিলভা।

১১ মিনিটে এই স্প্যানিশ তারকার গোলেই এগিয়ে যায় সফরকারীরা। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্টারলিং। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যাওয়া সিটির হয়ে ৩৪ মিনিটে সেন নিজের প্রথম গোল করেন। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জোড়া গোল পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এদিকে দিনের অপর ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে হোসে মরিনহোর ম্যানইউ।

লিগে ১৩ ম্যাচে ১১ জয় ও দুই ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। আর সপ্তম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ২১।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।