ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সেরাদের কাতারে মেসি, দরকার নেই বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, মে ৪, ২০১৮
সেরাদের কাতারে মেসি, দরকার নেই বিশ্বকাপ লিওনেল মেসি

ক্লাব বার্সেলোনার হয়ে একের পর এক পুরস্কারে ঘর ভরিয়ে ফেললেও একমাত্র অলিম্পিক ছাড়া আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে বড় কোনো অর্জন নেই ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। ফুটবলের সবচেয়ে মর্যাদাকর শিরোপা বিশ্বকাপ এখনও অধরা রয়ে গেছে তার।

ফুটবলের ইতিহাস সেরাদের কাতারে যেতে হলে মেসিকে বিশ্বকাপ জিততে হবে; অনেকেই এমনটা ভাবলেও আর্জেন্টিনার সাবেক কোচ সিজার লুইস মেনোত্তির ভাবনা ভিন্ন। তিনি মনে করেন বিশ্বকাপ শিরোপা ছাড়াই মেসি বিশ্বসেরাদের একজন।

আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ডি স্টেফানো বিশ্বকাপ জেতেননি। আমার মনে হয় না ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় জায়গা পেতে মেসিকে বিশ্বকাপ জিততে হবে। সে ইতিমধ্যেই সেই তালিকায় জায়গা করে নিয়েছে।

স্টেফানো হলেন ইতিহাস বিখ্যাত এমন একজন ফুটবলার যিনি রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়েছেন। কিন্তু আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলেও বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তার। তবুও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন স্টেফানো।

মেনোত্তি অবশ্য এটাও জানিয়েছেন মেসির হাতে বিশ্বকাপ উঠলে বেশ খুশি হবেন। তিনি বলেন, আমিও চাই সে বিশ্বকাপ জিতুক। তবে তার শ্রেষ্ঠত্বের ইতিহাস তার ২০ ট্রফির সঙ্গেই লেখা হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।