ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঐতিহাসিক রেকর্ডের সামনে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
ঐতিহাসিক রেকর্ডের সামনে বার্সা ছবি: সংগৃহীত

স্প্যানিশ লিগের ইতিহাসে টানা অপরাজেয় থাকার ঐতিহাসিক রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে বার্সেলোনা। পরবর্তী ম্যাচে হার এড়াতে পারলেই রিয়াল সোসিয়েদাদের ৩৮ বছরের পুরনো কীর্তিতে নাম লেখাবে কাতালানরা।

লা লিগায় ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ সিজন মিলিয়ে একটানা ৩৮ ম্যাচে অপরাজেয় ছিল সোসিয়েদাদ। তাদের দৌড় থামিয়েছিল সেভিয়া।

সেভিয়ার মাঠেই সবশেষ লিগ ম্যাচে হারের কিনার থেকে উঠে আসে বার্সা। মেসি-সুয়ারেজের শেষদিকের গোলে ২-২ সমতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন কোচ আর্নেস্টো ভালভার্ডে।

শিরোপা পুনরুদ্ধারের মিশনে দুর্দান্ত গতিতে ছুটছে বার্সা। ৩০ ম্যাচে ৯ পয়েন্টের লিড (৭৬)। অার আটটি ম্যাচ বাকি। সোসিয়েদাদের রেকর্ডে ভাগ বসানোর লক্ষ্যে লেগানেসকে আতিথ্য দেবেন লিওনেল মেসিরা। ন্যু ক্যাম্পে আগামী শনিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় খেলা শুরু হবে।  এর তিনদিন আগে নামতে হবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষ রোমা।

আরও একটি রেকর্ড স্পর্শ করার সামনে দাঁড়িয়ে ভালভার্ডের শিষ্যরা। পেপ গার্দিওলার অধীনে ২০১০-১১ মৌসুমে টানা ১৭টি অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় থাকার অর্জনটি এখনো অক্ষত। লেগানেস ম্যাচ দিয়ে সেটিও ছুঁয়ে ফেলতে পারে বার্সা। এই মৌসুমে ১০০ পয়েন্টের রেসেও আছে তারা। তবে জিততে হবে বাকি ৮টি ম্যাচেই।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।