ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

লিগ কাপে পিএসজির টানা পঞ্চম শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
লিগ কাপে পিএসজির টানা পঞ্চম শিরোপা ছবি: সংগৃহীত

মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ কাপে টানা পঞ্চম শিরোপা জিতলো প্যারিস সেন্ট জার্মেই। দলের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি। অন্য গোলটি করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

বোর্দোতে এদিন ম্যাচে ৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলের লিড এনে দেন কাভানি। কিলিয়ান এমবাপ্পেকে প্রতিপক্ষ ফাউলে করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজন।

পরে এমবাপ্পের সহায়তায় ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া।

প্রথমার্ধে অবশ্য মোনাকো অধিনায়ক রাদামেল ফালকাও হেডে একটি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তিতে তা বাতিল হয়।

৮৫ নিজের জোড়া গোল পূর্ণ করে পিএসজির জয় নিশ্চিত করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি। এই গোলেও সহায়তা করেন এমবাপ্পে।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৮

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।