ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর চার গোলের রাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৮
রোনালদোর চার গোলের রাত ছবি: সংগৃহীত

ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের ৫০তম হ্যাটট্রিকে উড়ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সবশেষ জিরোনার বিপক্ষে লিগ ম্যাচে চারবার লক্ষ্যভেদ করেন পর্তুগিজ সুপারস্টার। সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর নৈপুণ্যে ৬-৩ গোলের দাপুটে জয় পায় রিয়াল মাদ্রিদ।

এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে গোল করলেন ৩৩ বছর বয়সী রোনালদো। লা লিগায় টানা চার ম্যাচ, যেখানে অন্তত দু’বার করে জালের দেখা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

২০১৭-১৮ মৌসুমের শুরুতে নিজের ছায়া হয়ে ছিলেন রোনালদো। তাড়া করে বেড়ায় সমালোচনা। নতুন বছর আসতেই জানান দেন, এখনো ফুরিয়ে যাননি! এক কথায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। শেষ ১১ ম্যাচে গোলস্কোরিং ২১-এ নিয়ে গেছেন সিআর সেভেন।

লিগ টেবিলে আগেই পিছিয়ে পড়া জিনেদিন জিদানের রিয়াল সিজনের শেষদিকে এসে ছন্দ ফিরে পেল। ২৯ ম্যাচ শেষে ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৫ পয়েন্টের লিড নিয়ে শিরোপা পুনরুদ্ধারে ছুঁটছে বার্সেলোনা (৭৫)। ৯ পয়েন্ট পেছনে অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, ১৯ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।