ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মরিনহোর ম্যানইউর চ্যাম্পিয়নস লিগ শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
মরিনহোর ম্যানইউর চ্যাম্পিয়নস লিগ শেষ ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায়ের লজ্জায় ডুবেছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি হিসেবে নেমে জোড়া গোল করে ভিজিটরদের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়ার নায়ক ফ্রেঞ্চ স্ট্রাইকার উইসাম বেন ইয়েদের।

গোলশূন্য ড্রয়ের প্রথম লেগের পর ওল্ড ট্রাফোর্ডে ফিরতি পর্বের ম্যাচে আক্ষেপে পুড়ে ইংলিশ জায়ান্টরা। রেফারি শেষ বাঁশি বাজানোর পর সানচেজ-রাশফোর্ড-মাতা-মার্শাল-পগবা-লুকাকুদের চোখেমুখে রাজ্যের হতাশাই ফুটে ওঠে।

প্রথমার্ধ থাকে গোলশূন্য। ৭২ মিনিটে সেভিয়ার হয়ে বদলি হিসেবে নামেন বেন ইয়েদের। দুই মিনিট না যেতেই কোচের আস্থার প্রতিদান দিয়ে সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান। এর চার মিনিট পর সেভিয়া দর্শকদের উল্লাসে মাতান ইয়েদের। ম্যানইউর জালে দ্বিতীয়বার বল পাঠিয়ে স্কোরলাইন করে দেন ২-০।

বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুর করা ৮৪ মিনিটের গোল ব্যবধানটাই কমিয়েছে। শেষ আটে যেতে হলে স্বাগতিকদের আরও দু’টি গোল করতে হতো। শেষ পর্যন্ত ইয়েদের ম্যাজিকে হোম ভেন্যুতে স্বপ্নভঙ্গ হয় রেড ডেভিলসদের।

দীর্ঘ ৬০ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতে স্প্যানিশ ক্লাব সেভিয়া। এদিকে, অপর ম্যাচে শাখতার দোনেস্ককে ১-০ ব্যবধানে হারিয়ে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ আটে উঠে গেছে রোমা। প্রথম লেগে ২-১ গোলে হেরেও কোয়ার্টারের টিকিট কাটলো ইতালিয়ান পরাশক্তিরা।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ১৪ মার্চ, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।