ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

তৃতীয় পুত্রের বাবা হলেন মেসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
তৃতীয় পুত্রের বাবা হলেন মেসি বাঁয়ে: ইনস্টাগ্রামে মেসির দেয়া ছবি। ডানে: মেসির আনন্দিত মুহূর্তের ফাইল ছবি

তৃতীয় পুত্র সন্তানের বাবা হলেন আধুনিক ফুটবলের নতুন জাদুকর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেসি ও আন্তোনেইয়া রোকোস্সো দম্পতির তৃতীয় সন্তানের নাম রাখা হয়ে গেছে ‘সিরো’।

লিওনেল মেসি তার অফিসিয়াল ইনস্ট্রাগ্রামে একটি ছবিও পোস্ট করেছেন। তাতে নবজাতক তার বাবা অথবা মা কারো একজনের আঙুল স্পর্শ করে আছে।

হিস্পানি ভাষায় দেয়া ওই পোস্টে নবজাতক পুত্রকে উদ্দেশ্য করে আনন্দিত মেসি লিখেছেন, ‘‘ স্বাগতম সিরো। ঈশ্বরকে ধন্যবাদ; সবকিছু ভালোয় ভালোয় হয়েছে। ও এবং ওর মা দুজনেই চমৎকার কুশলে আছে। ’’

মেসির আগের দুই পুত্র সন্তানের নাম থিয়াগো ও মাতেও। প্রথমটির বয়স পাঁচ এবং দ্বিতীয়টির দুই।

পুত্রের জন্মমুহূর্তে স্ত্রীর পাশে উপস্থিত থাকার জন্য মেসি শনিবার মালাগায় লা লিগার নির্ধারিত ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে বার্সেলোনা ক্লাবের তরফ থেকে টুইট করে বলা হয়, ‘‘ স্কোয়াডে রদবদল। ব্যক্তিগত কারণে মেসি (এই ম্যাচে) দলের বাইরে। তার জায়গায় খেলছেন ইয়েরি মিনা। ’’

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।